একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপ - মহান বিজয় দিবস উদযাপন ২০১৮ ।
একাত্তুর মুক্ত স্কাউট গ্রুপ - মহান বিজয় দিবস উদযাপন ২০১৮ ।।
অত্যন্ত আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন করলো একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ। সকাল ১০ঃ৩০ মিনিটে রিপোর্টিং শেষে শিখা অনির্বাণের সম্মুখে সমস্বরে জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীত গাওয়া শেষে বিনম্রচিত্তে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও নিরব প্রার্থনা করে সূচনা করা হয় আনন্দঘন এই বিজয় উৎসবের। এরপর স্বাধীনতা যাদুঘর পরিদর্শন করে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা। মাননীয় গ্রুপ সভাপতি জনাব, ডঃ নিজামুদ্দিন আহমেদ স্যারের উপস্থিতি এই উৎসবকে করে তোলে আরো মহিমান্বিত। সোহরাওয়ার্দি উদ্যানে বসে একাত্তরিয়ানরা মনোযোগ সহকারে শোনে মুক্তিযুদ্ধের ও যুদ্ধে স্যারের বীরত্বগাথা অবদানের গল্প।
এরপর একে একে অনুষ্ঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্কাউটিং বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং নানা ধরনের আনন্দদায়ক বিজয় উদযাপন গেমস। সর্বশেষ ক্রু কাউন্সিল হয়ে সমাপ্তি ঘটে আয়োজনের।
#HappyRovering #VeryHappyScoutingwith71 #BangladeshScouts #EkatturOpen
Photography Credit : Jawad Bin Kalam, Bijoy Amin, Ariful Haque Shawon, Kazi Muhammad Mehedi Hasan, Diamond Bhuiyan, Rubyyat Ryyan Khandaker, Monjurul Anik
Edit Credit : Rubyyat Ryyan Khandaker